Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মাগুরায় ২য় ডোজে ১২ দিনে ১২,৪৪১ জনের টিকা গ্রহন মাগুরা

মাগুরায় ২য় ডোজে ১২ দিনে ১২,৪৪১ জনের টিকা গ্রহন

মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ২য় ডোজের টিকা গত ১২ দিনে স্বেচ্ছায় ১২,৪৪১ জন লোক গ্রহণ করেছে। 

মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, মোট টিকা গ্রহনকারীর মধ্যে ৭,৮৩৩ পুরুষ ও ৪,৬০৮ জন মহিলা রয়েছে। মাগুরা জেলার ৪ টি উপজেলায় ১১ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এসকল টিকা প্রদান করা হয়েছে। 

সিভিল সার্জন আরও জানান, প্রথম ডোজের টিকা মাগুরা জেলায় ৪৭,৭০৬ জন গ্রহন করেছে। এর মধ্যে ২৭,৬৩৫ জন পুরুষ এবং ২০,০৭১ জন মহিলা রয়েছে। টিকা গ্রহনকারী ইচ্ছুক ব্যাক্তিরা স্বেচ্ছায় অনলাইনে সুরক্ষা এপস এর মাধ্যমে স্ব স্ব নাম রেজিস্ট্রেশন করে স্বাস্থ্য বিধি মেনে নির্বারিত দিনে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করছেন। টিকা গ্রহনে আগ্রহী ব্যাক্তিদের স্বতঃস্ফুর্ততা পরিলক্ষিত হচ্ছে।