Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে মোট ৩৯০৮ জন করোনায় আক্রান্ত, প্রাণ হারিয়েছেন ৩৬ রাজবাড়ী

রাজবাড়ীতে মোট ৩৯০৮ জন করোনায় আক্রান্ত, প্রাণ হারিয়েছেন ৩৬

রাজবাড়ীতে এ পর্যন্ত ৩৯০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৩৬ জন, সুস্থ হয়েছেন ৩৫৭৬ জন। সোমবার নতুন করে ২ জন করোনা আক্রান্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সোমবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ২ জন। রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ এপ্রিল ৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পজিটিভ ২ জন (সদর উপজেলা ২ জন )। মোট পজিটিভ রোগী  শনাক্ত ৩৯০৮ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১৫০ জন, পাংশা উপজেলা ৮৫৮ জন, কালুখালী উপজেলা ২৪৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৫ জন )।  

সুস্থ ৩৫৭৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৪৩ জন, পাংশা উপজেলা ৭৭৮ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৮৮ জন)। 

মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ২৮৪ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৭৬ জন, পাংশা উপজেলা ৭০ জন, কালুখালী উপজেলা ৬ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৫ জন)। হাসপাতালে  ভর্তি আছেন ১২ জন( সদর ১১ জন,পাংশা ১ জন)।