Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির কাতল রাজবাড়ী

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির কাতল

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ১৪ কেজি। 

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী মহম্মদ আলী মৃধা জানান, মঙ্গলবার বেলা বারোটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে ইসহাক হলদার। 

এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। মাছটিকে স্থানীয় আনু খার আড়তে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় কিনে নিয়ে ১৬ শত টাকা কেজি দরে মোট ২২ হাজার ৪ শত টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।