Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

পাইকগাছায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক খুলনা

পাইকগাছায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

পাইকগাছায় জোরপুর্বক যৌন নিপীড়ন করায় নুরুজ্জামান গুড্ডু (২৭) নামে এক যুবককে জনতা ধরে পুলিশে দিয়েছে। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের আব্দুল বিশ্বাসের ছেলে। সে সোমবার রাত পৌনে ৯ টায় সে প্রতিবেশী হাসান আলীর বাথরুমের পাশে অন্ধকারে ওৎপেতে ছিল। হাসানের স্ত্রী ঐ সময় বাথরুমে গেলে তাকে গুড্ডু মুখ চেপে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় তার ধস্তাধস্তি ও চিৎকারে পাশের লোকজন এসে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এব্যাপারে গুড্ডুর কাছে জানতে চাইলে সে বিষয়টি স্বীকার করে। 

ওসি এজাজ শফী জানান, ধৃত নুরুজ্জামান গুড্ডুর নামে রাজিয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। তার নামে থানায় ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজীর ঘটনায় আরো একটি মামলা রয়েছে।