Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

দুর্গাপুরে করোনা ইস্যুতে ভ্রাম্যমান আদালত নেত্রকোনা

দুর্গাপুরে করোনা ইস্যুতে ভ্রাম্যমান আদালত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হলেও নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে অনেকেই মানছে না এই লকডাউন। সোমবার দুপুরে দুর্গাপুর পৌর শহরে বিভিন্ন এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে। 

সোমবার সকাল থেকেই শহরের প্রায় সকল ধরনের দোকানপাট খোলা রয়েছে, চলছে সকল প্রকার যানবাহন। এই নির্দেশ অমান্য করায় ওইদিন দুপুরে ভাদ্রমান আদালতের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে অর্থদন্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর থানা পুলিশের সদস্যগন সহ স্থানীয় গন্যমান্য বক্তিগন উপস্থিল ছিলেন।

এ সময় ইউএনও রাজিব উল আহসান সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য শহরের প্রতিটি এলাকায় মাইকিং করেন এছাড়া বিকেল ৪ টার পর নিত্যপ্রয়জনীয় সকল দোকানপাট সহ বন্ধ রাখার নির্দেশ দেন।