Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শাল্লায় ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আহত ২৫ সুনামগঞ্জ

শাল্লায় ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আহত ২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে । সোমবার দুপুরে শাল্লা উপজেলার আটগাওঁ ইউনিয়নের আটগাঁও গ্রামে এই সংর্ষের ঘটনা। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় আটগাঁও গ্রামের আলী আমজদের সাথে তারই স্বজন সন্তু মিয়ার গ্রামের পাশে খাসজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে খাসজমির ধান কাটা নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পেেড়ন । ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন এবং আরো ২ জন পুলিশ সদস্যসহ মোট ২৫ জন আহত হয়েছেন।  তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর