Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

পাইকগাছায় লকডাউনে অবাধ্য দু’জনকে জেল খুলনা

পাইকগাছায় লকডাউনে অবাধ্য দু’জনকে জেল

পাইকগাছায় লকডাউন পালনে বাধ্য করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে।  লকডাউন না মেনে দোকান খুলে রাখার দায়ে দুজনকে দু দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। লকডাউনের প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। লকডাউন পালনে সচেতনতার পাশাপাশি বাধ্য করতে কঠোর অবস্থান নেন। 

এসময় তিনি পৌরসভার জিরো পয়েন্টের দোকান্দার আব্দুস সামাদ ও রজব আলী গাজীকে  বার বার নিষেধ করার পরও অবাধ্য হওয়ায় ২ দিনের জেল দিয়েছেন। সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ূন কবীর, ওসি এজাজ শফী সহ একঝাঁক পুলিশ পাইকগাছা বাজার সহ বিভিন্ন জায়গায় টহল দেন এবং মানুষ কে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামুলক দিক নির্দেশনা দেন ।