Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

লোহাগড়ায় লকডাউনে মুল্য বৃদ্ধির পায়তারা ব্যবয়াসীদের নড়াইল

লোহাগড়ায় লকডাউনে মুল্য বৃদ্ধির পায়তারা ব্যবয়াসীদের

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে নড়াইলের বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ এপ্রিল) বিকালে লোহাগড়া বাজারে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম রোসলিনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাখি ব্যানার্জি, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফসহ লোহাগড়া থানা পুলিশ। অভিযানে মাস্ক না থাকায় ক্রেতা, বিক্রেতা ও পথচারিদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোভিট ১৯ নিয়োন্ত্রনে আসবে বলে মনে করেন সচেতন মহল।

এ দিকে লকডাউনকে পুঁজি করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্য অধিক মুল্যে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। তবে উপজেলা প্রশাসন জানিয়েছেন বাজারে খাদ্যদ্রব্যের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকট মুহুর্তে কোন ব্যবসায়ী যাতে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুল্য বৃদ্ধি না করতে পারে সে বিষয়ে অভিযান চলমান থাকবে।