Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

করোনা সংক্রমনরোধে গণসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের অভিযান মাগুরা

করোনা সংক্রমনরোধে গণসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের অভিযান

মাগুরা জেলায় ২য় ধাপে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও নির্মুলের জন্য গণসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসক বৃহস্পতিবার থেকে শহরে মোবাইল কোর্ট, মাস্ক বিতরন ও গনপ্রচার অভিযান শুরু করেছে। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এ সময় মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার. মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান. উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ শহরের বিভিন্ন সড়কে যানবাহনের যাএীদের মাঝে মাস্ক বিতরন ও গন সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করেন।  বৃহস্পতিবার থেকে প্রতিদিন জেলার প্রতিটি গ্রাম গঞ্জ ও রাস্তা ঘাটে প্রকাশ্যে মাইকিং ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। রাস্তায় বের হওয়ার পূর্বে মুখে মাক্স পরিধান,সামাজিক দূরত্ব বজায় রাখা, বিনা কারনে প্রকাশ্যে রাস্তাঘাটে জটলা, আড্ডা না দেওয়া, নিজের ঘরে অবস্থান করা, বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার ব্যাবহার বা সাবান দিয়ে হাত ধুয়া সহ স্বাস্থ্য সম্মত ভাবে চলাফেরা করতে জনগণ কে অবহিত করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সরকারের এই আদেশ ও আইন অমান্যকারিদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যাবস্থা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সড়কে, বাজারে ও শহরে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।