Opu Hasnat

আজ ২৭ সেপ্টেম্বর সোমবার ২০২১,

বাগেরহাটে ইজিবাইক-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ বাগেরহাট

বাগেরহাটে ইজিবাইক-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক ও ইমা পরিবহনের মুখমুখি সংঘর্ষে রুস্তুম শিকদার নামে (৬০) নামে এক যাত্রী  নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের জোকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুস্তুম শিকদার মিারেলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত হোচেন শিকদারের ছেলে। আহত রুস্তুম শিকদারের স্ত্রী ফিরোজা বেগম (৫০) ইজিবাইক চালক রানা কে মুমুর্ষ অবস্থায় খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় ইজিবাইকটি বাগেরহাট থেকে মোরেলগঞ্জে এবং ইমা পরিবহনটি মোরেলগঞ্জ থেকে বেনাপোল যাচ্ছিল।

স্থানীয় জনসাধরণ জানান, মহাসড়কের দুই পাশে ইট, বালুর রেখে কিছু অবৈধ ব্যাবসায়ীরা তাদের ব্যবসা করার কারনে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা সরকারি রাস্তার উপর অবৈধ রাখা ইট বালু অপসরনের জন্য দূত্র পদক্ষেন নেওয়ার জন্য জোর দাবী জানান। 

মোরেলগঞ্জ থানার ওসি  মনিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রুস্তুম শিকদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক পরিবহনটি বাগেরহাটে আটক করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর