Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

খাগড়াছড়ি জেলা প্রশাসনের করোনা মোকাবিলায় ১৪ নতুন নির্দেশনা জারি খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা প্রশাসনের করোনা মোকাবিলায় ১৪ নতুন নির্দেশনা জারি

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসনের করোনা মোকাবিলায় ১৪টি নির্দেশনা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। করোনা ভাইরাসের বিস্তুৃতি রোধ করতে জেলা ৯টি উপজেলাতে আগামী দুই সপ্তাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে নির্দেশনার মধ্যে রয়েছে সব ধরনের মেলার আয়োজন নিষিদ্ধ, রাত ১০টার পর জরুরি প্রয়োজন ব্যতীত সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা এবং ওষুধের দোকান ব্যতিত অন্য দোকান বন্ধ রাখা। 

সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিরুৎসাহিত করা, প্রবাসীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন, পর্যটনকেন্দ্র, শপিংমল, যাত্রীসহ গণপরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা, শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, অনলাইনে সভা-সেমিনার-প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা, সরকারি-বেসরকারি অফিসে ৫০শতাংশ জনবল দিয়ে পরিচালনা করা।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সহায়তা করার অনুরোধ জানানো হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।