Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

দুর্গাপুরে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা কৃষি সংবাদনেত্রকোনা

দুর্গাপুরে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মঙ্গলবার রাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসল, আম, লিচু সহ নানা জাতের সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মৌসুমের শুরুতেই উপজেলার পৌর সদর, বিরিশরি ইউনিয়ন, কাকৈরগড়া, গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় আধা ঘন্টা শিলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ব্যাপকহারে ঝরে গেছে। ক্ষতি হয়েছে সবজি জমির। শবে বরাতে ছুটির কারণে উপজেলা কৃষি অফিস বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দুর্গাপুর ইউনিয়নের ফান্দা গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টিটা ভাল হয়েছে। বেশিরভাগ টিউওয়েল এ পানি নেই, এই বৃষ্টিতে পানির সমস্যার অনেকটা লাগব হলেও বোরো ফসল পাট শাক, ডাটা, কাচা মরিচের ব্যপক ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, শবেবরাতের ছুটি থাকায় শিলা বৃষ্টিতে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি। তবে মাঠ লেভেলে ক্ষতির পরিমাণ পরবর্তী সময়ে জানানো হবে।