Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

পাইকগাছা-কয়রাকে গ্রীন ও ক্লিন উপজেলা করা হবে

ইউপি নির্বাচন হবে প্রভাব মুক্ত, অবাধ ও নিরপেক্ষ : এমপি বাবু খুলনা

ইউপি নির্বাচন হবে প্রভাব মুক্ত, অবাধ ও নিরপেক্ষ : এমপি বাবু

খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু বলেছেন, পাইকগাছা ও কয়রাকে গ্রীন ও ক্লিন উপজেলায় রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, আগমী ইউপি নির্বাচন ফেয়ার এন্ড ফ্রী করার জন্য সব কিছুই করা হবে। কেউ কোন প্রকার প্রভাব করতে চাইলে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন। 

তিনি বুধবার দুপুরে পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। 

কাউন্সিলর  তৈয়েবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইমদাদুল হক, অহেদ আলী গাজী, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, আঃ গফফার মোড়ল, আলাউদ্দীন গাজী, ইমরান হোসেন সরদার, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রাফেজা খানম, আসমা আহম্মেদ, কবিতা রানী দাস, যুবনেতা আজিজুল হাকিম, ছাত্রনেতা রায়হান পারভেজ রনি। এ উপলক্ষে সভার শুরুতে সকল অতিথিবৃন্দকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।