Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নড়াইলের তুলারামপুর সেতুতে ধ্বস, যান চলাচল বন্ধ নড়াইল

নড়াইলের তুলারামপুর সেতুতে ধ্বস, যান চলাচল বন্ধ

যশোর-নড়াইল সড়কের নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানে একটি অংশ ধ্বসে পড়ায় এ সড়কের যানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর  দিকে ওই সেতুর একটি অংশ ধ্বসে পড়ে। এরপর সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দশ চাকার একটি পাথর বোঝাই বড় ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পর পরই ওই অংশ ধ্বসে পড়ে। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশের খসে পড়েছে। রড বের হয়ে গেছে। এতে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় যানবাহন চলাচল করতে পারছে না। 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট লাগিয়ে ওই স্থানটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করার পর ছোট যান চলতে পারবে। বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকসা চলতে দেয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি ব্যবহারের জন্য খুলে দেয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না।