Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মুজাহিদের রায় বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ফরিদপুর

মুজাহিদের রায় বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী আপরাধী মুজাহিদের মৃত্যু দন্ডাদেশ বহাল রাখায় বুধবার  বেলা ১১.৪০ টার দিকে ফরিদপুরে মিষ্টি বিতরন ও আনন্দমিছিল করেছে ছাত্রলীগ , আওয়ামলীগ নেতাকর্মী সহ সাধারন মানুষ। 

গত কয়েকদিন পুর্বে আর্ন্তজাতিক আপরাধ ট্রাইবুনাল ১৯৭১ সালে আলী আহসান মোঃ মুজাহিদের ভুমিকা এবং বুদ্ধীজীবী হত্যা মামলার পরিকল্পনাকারী  প্রমানিত হওয়ায় মৃত্যুদন্ড প্রদান করে। অতপর তার পরিবার রিভিউ পিটিশন করে , রিভিউ পিটিশন শুনানী শেষে বুধবার বেলা ১১.৩০ টার সময় আদালত রায়ে রিভিউ পিটিশন খারিজ করে দেয়। অর্থাৎ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ বহাল থাকে। মুজাহিদ ফরিদপুরের সন্তান হলেও স্বাধীনতা যুদ্ধে তার বিতর্কীত ভুমিকা ফরিদপুরবাসী ভালো চোখে দেখেনি। তাই আদালত যখন তার মৃত্যুদন্ডাদেশ বহাল রাখল তখনই ফরিদপুরবাসী আনন্দে আত্মহারা হয়ে উঠল। শহরজুড়ে ছাত্রলীগের মিছিল এ ছাড়াও প্রেসক্লাবের সামনে মিষ্টি বিতরন ছিল তারই বহিপ্রকাশ।

এ ব্যাপারে ফরিদপুর শহর আওয়ামলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেবী বলেন এ রায়ে ফরিদপুরবাসী কলংক মুক্ত হলো।