Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তিবার্তাবাগেরহাট

মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের নিবাসী  মো. মোশারেফ হোসেন হাওলাদার (৭৫) মঙ্গলবার রাত্র ৯ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ইন্নানিল্লাহে.............. রাজেউন। মৃত্যুকালে তার ১ ছেলে, ১ মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। 

বুধবার বেলা সাড়ে ১১টার সময় পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন এর উপস্থিথিতে মোরেলগঞ্জ থানা ও বাগেরহাট জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদায় যানাজা শেষে পারিবারিক কবর স্থানে মৃতের লাশ দাফন করা হয়েছে।