Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ছাতকে আর্ন্তজাতিক নারী দিবস পালিত সুনামগঞ্জ

ছাতকে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

সুনামগঞ্জের ছাতকে ‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এ পতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যেগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানজার স্বপ্না বেগম। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ইন্সট্রাক্টর লিপি আচায্য, তথ্য আপা আকলিমা বেগম, হাবসা বেগম, মিজু খান, মমিতা হক প্রমূখ। সভায় প্রধান অথিতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেছেন  দেশের কল্যানে নারীরা অগ্রনী ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে নারীরা আজ উল্লেখ্য যোগ্য সাফল্য  অর্জন করছে। যৌন হয়রানী ও বাল্য বিবাহ রোধ করতে হলে নারীরা মানষিক ভাবে সমাজের কল্যান মূলক কাজে এগিয়ে আসতে হবে।       

এই বিভাগের অন্যান্য খবর