Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

র‌্যাবের হাতে ৮ পোশাক চোর আটক কুমিল্লা

র‌্যাবের হাতে ৮ পোশাক চোর আটক

কুমিল্লায় রপ্তানিজাত গার্মেন্টসপণ্য চোর চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃত চোর চক্রের সদস্যরা হচ্ছেন- জয়নাল আবেদীন (৪০), মাসুম বিল্লাহ (২৭), রিয়াজ (২৮), আহাম আলী (৪৫), জমির আলী (৬৫), মোশারফ হোসেন (৪০), দিদারুল আলম (২৮) ও রাশেদ (২৬)।

র‌্যাব জানায়, গাজীপুর জেলার বাসন থানাধীন টেলিপাড়া চৌরাস্তা এলাকার আলফা ড্রেসওয়্যার লিমিটেডের বিদেশে রপ্তানিজাত পোশাক ভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে চালক ও হেলপারের সাথে যোগসাজশে ওই সংঘবদ্ধ চোরচক্র কাভার্ডভ্যানটি কুমিল্লার চান্দিনা উপজেলার কাশিমপুর বাগুসি এলাকার একটি বড় গোডাউনে লুকিয়ে রাখে। পরে সিলগালা অক্ষত রেখে বিশেষ কৌশলে কাভার্ডভ্যানের দরজা খুলে তারা মোড়ককৃত কার্টুনগুলো নিচে নামিয়ে ছুরি দিয়ে কেটে অভিনব কায়দায় ১০ থেকে ২০টি করে পোশাক চুরি করছিল। এ সময় র‌্যাব তাদের আটক করে।

মো. জসিম উদ্দীন চৌধুরী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।