Opu Hasnat

আজ ৪ অক্টোবর বুধবার ২০২৩,

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার শ্রদ্ধা গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবার। বৃহস্পতিবার (৪ মার্চ ২০২১) পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ টুঙ্গিপাড়াার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫- এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন বিজয় রেস্ট হাউসে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার  সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজী মোঃ ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, যুগ্ন সম্পাদক খায়রুল আলম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আশ্রাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভিন, শাহনাজ পারভিন এলিস  সাংবাদিক হাফিজুর রহমান লেবু প্রমুখ।

এসময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের বার্তা সম্পাদক কে এম সাইফুর রহমান, দৈনিক যায় যায় দিন মুকসুদপুর উপজেলা প্রতিনিধি শরিফুল রোমান, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের ব্যবস্হাপনা সম্পাদক দেলোয়ার হোসেন,  সাংবাদিক বায়েজিদ হোসেন, মোঃ হাবিবুল্লাহ, পলাশ সরদার, কে,এম আবুবক্কর, শাহজালাল, রাকিব হোসেন, রবিউল ইসলাম রাহাত হোসেন বাপ্পী, মুন্সী আসিকুর রহমান, মেহেদি মুন্সী, কাজী নয়ন, সহ জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর পূর্বে সকাল ১১ টার সময়ে ঢাকা থেকে আগত -ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) - র সকল নেতৃবৃন্দেরকে মুকসুদপুর কলেজ মোড়ে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার পরিবারের সদস্যরা। 

এই বিভাগের অন্যান্য খবর