Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বসন্তের কোকিল তুমি // বিচিত্র কুমার শিল্প ও সাহিত্য

বসন্তের কোকিল তুমি // বিচিত্র কুমার

তোমার দু-আঁখির গহীন অরণ্যে
একটা স্বপ্নের বহমান নদী রয়েছে,
তারই রেশ ধরে আমি হেঁটে চলি
অজানা বসন্তের পথে নীর উদ্দেশ্যে।

সে চলার কোন শেষ সীমা নেই
তাই আমার বিষণ্ণ একতারা সন্ন্যাস খুঁজে ফিরে,
কবে তুমি বুঝবে অনুশ্রী মনের পর্দা খুলে
একুশ বসন্ত তোমার রঙ ছিটিয়ে যাচ্ছে অচিনপুরে।

এদিকে আমার দেহের প্রতিটি শিরা ধমনীতে প্রবাহিত হচ্ছে
তোমার ভালোবাসার একটু উষ্ণতা পাবার জন্যে,
শুধু অনুভবে তাণ্ডব উচ্ছাসিত হচ্ছে---

যেদিকে তাকাই ---
ফুলে ফুলে ভ্রমর গুনগুনিয়ে উড়ে উড়ে পরে
বসন্তের কোকিল গান গায় নব বসন্তে,
তোমার দুই চোখে আমার একই ছায়া রয়ে যায়
উতলা ভালোবাসার সীমান্তে।

কবি পরিচিতি : বিচিত্র কুমার ১৯৯১ সালের ১৫ ডিসেম্বর, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন খিহালী পশ্চিম পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : বিপুল চন্দ্র কবিরাজ। মাতা : অদিতী রানী কবিরাজ। তিনি ২০০৮ সালে আলতাফনগর কে,এম,এ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ২০১০ সালে সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া থেকে এইচ এস সি এবং ২০১৪ ও ২০১৫ সালে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে (অনার্স) ও মাস্টার্সে প্রথম শ্রেণী অর্জন করেন। 

একক কাব্যগ্রন্থ : আমাদের দেশ (২০১৫ সালে প্রকাশিত)। যৌথ কাব্যগ্রন্থ সমূহ : অমর কাব্য গাঁথা, একমুঠো আলো, শত কবির কবিতা, আঁধারে আলোর রেখা, লাঙল, রক্তাক্ত আগস্ট, কাব্যগাঁথা বিজয়, জীবনের যত কাব্য, সূর্যসিঁড়ি তৃতীয় সংকলন, কবিকোষ-২, সেতু(সিঙ্গাপুর), উদীয়মান কবি, কবিকোষ-৩, দীর্ঘশ্বাসের কাব্য ও মায়াবতী। এছাড়াও তার লেখা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা অনলাইন পত্রিকা, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয়।