Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৩ শিক্ষার্থীকে উপ-বৃত্তির অর্থ প্রদান রাজবাড়ী

বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৩ শিক্ষার্থীকে উপ-বৃত্তির অর্থ প্রদান

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে  বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে  উপ-বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে উপ-বৃত্তির অর্থ তুলেদেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা। এসময় উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হকসহ ক্ষুদ্র-নৃ গোষ্টির সমিতির সভাপতি-সম্পাদকবৃন্দ। 

এসময় উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০জন শিক্ষার্থীকে ৬হাজার ৯শত টাকা করে, মাধ্যমিক পর্যায়ের ৩০জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ৯৩জনকে ২ হাজার ৪শত টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনন্য উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত করার মাননীয় প্রধানমন্ত্রীর এ মহান প্রয়াসকে সাধুবাদ জানাই।