Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও‘র মতবিনিময় নেত্রকোনা

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও‘র মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান এক মতবিনিময় সভা করেছেন। সোমবার সন্ধ্যায় ইউএনও‘র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ইউএনও রাজীব, এলাকার সার্বিক পরিস্থিতি ও দুর্গাপুর উপজেলাকে নানা সমস্যার হাত থেকে এগিয়ে নিতে আলোচনা-পর্যালোচনা শেষে সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম (রফিক), সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, সহ:সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক ধ্রুব সরকার, এনসি সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, বিজন কৃষ্ণ রায়, সাংবাদিক রাজেশ গৌড়, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, উপজেলা আইটি কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

উপস্থিত সাংবাদিকগণ নবাগত ইউএনও কে স্থানীয় আইনশৃঙ্খলা বিষয় সম্পর্কে অবহিত করন সহ উপজেলার সার্বিক উন্নয়নের জন্য ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।