জহির খান এর দু’টি কবিতা শিল্প ও সাহিত্য / 
আয়নায় প্রিয়মুখ
কষ্টের পাখিগুলো দল বেঁধে বসে আছে
বসে আছে আমাদের প্রিয়মুখ
তবু সরল পাঠশালায় লুকিয়ে কান্না
আর সুখ বিলিয়ে দেয়ার আকাংখা নিয়ে
ছুটে আসছে দকারম্যানদ
এরপরও হাত-পা গুটিয়ে বসে আছি
ক্যাকটাস মদের আড্ডায়
ঠিক পাঁচটায় উড়ে যাবে নিজ গন্তব্যে...
লুকিয়ে যাবো প্রেম আর প্রকৃতি
অতঃপর
আয়নায় দেখে নিও প্রিয়জনের ছবি...
**************************
সরকার বা আমাদের আগামী
মধ্যবিত্ত কাঁটাবিদ্ধ চোখ স্বপ্ন দেখে
দেখে ভোরের আকাশ, দেখে জলের গহীন
দেখে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী
এইসব দেখাদেখি বিদেশিরাও জানে!
তবু চুপচাপ সয়ে নেয় সু মহোদয়গণ
রাত শেষে দিন, শুধুই ধুলোর ওড়াউড়ি
নামে বেনামে দখল বাণিজ্য করে
একদল চাটুকার চ্যালাদের মুখ
মুখে বুলি ফুটে এই বেশ চলে দেশ, আগামী
আগামী, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হও
অতঃপর
একদিন আগামী তোমার সেবা করছে
এই স্বপ্ন দেখো আর হাত মেরে চলো...