Opu Hasnat

আজ ১৭ এপ্রিল শনিবার ২০২১,

মোংলায় পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবি বাগেরহাট

মোংলায় পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবি

মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার বানিয়াশান্তা এলাকার পশুর নদীতে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। 

ডুবে যাওয়া কার্গোটির মাস্টার ওসমান জানান, শনিবার রাতে পশুর নদীর হারবারিয়া থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিল কার্গোটি। এটি মোংলার বানিয়াশান্তা এলাকায় পৌঁছলে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় জাহাজে দায়িত্বরত সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

মোংলা থানার এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।