সিংগাইরে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার মানিকগঞ্জ / 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, দুপুরে ওই এলাকার ফজর আলী নামের এক কৃষক তার জমিতে কাজ করতে যান। এ সময় স্থানীয় আবুল কাশেম খানের ভুট্টা ক্ষেতে অজ্ঞাত নারীর লাশ দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি মেম্বার সোহরাব হোসেনের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
লাশের সুরতহালকারী কর্মকর্তা সিংগাইর থানার এসআই মোঃ হাসানুর রহমান জানান, ৩০-৩৫ বছরের অজ্ঞাত উদ্ধার করা নারীর লাশ পচে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। তার পড়নে ছিল খয়েরি রঙের স্যালোয়ার ও গোলাপী রঙের কামিজ। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবেও বলে তিনি জানান।