Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

এমপি’র নির্দেশনায়

পাইকগাছায় পাউবো’র স্লুইচ গেট দিয়ে লবন পানি উত্তোলন বন্ধ খুলনা

পাইকগাছায় পাউবো’র স্লুইচ গেট দিয়ে লবন পানি উত্তোলন বন্ধ

পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে লবন পানি উত্তোলন বন্ধের দাবী পৌরবাসীর দীর্ঘদিনের। এ নিয়ে ইতোপুর্বে উপজেলার পরিষদের সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বহুবার উত্থাপন হলে লবনপানি উত্তোলন বন্ধের রেজুলেশন করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, নানা অজানা কারনে তা বাস্তবায়নে বাঁধা হয়ে দাড়ায়। সর্বশেষ সভার সিদ্ধান্ত মতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি-আকতারুজ্জামান বাবু পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ শিববাটীস্থ পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটের পাট বা ঢাকনী তৈরীতে এক লক্ষ টাকার অর্থ সহয়তা দিয়ে লবন পানি উত্তোলন বন্ধে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও সমাজসেবক আনারুল ইসলাম আনারকে দায়িত্ব দেন। তার আলোকে আনারুল ইসলাম আনার এলাকার লোকজন নিয়ে গতকাল দুপুরে স্লুইস গেটের মুখে মাটি ভরাট করে লবণ পানি উত্তোলন বন্ধ করে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আঙ্খাকা পুরণ করলেন।