Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

সৈয়দপুরে প্রাক্তন শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন ট্রফি নীলফামারী

সৈয়দপুরে প্রাক্তন শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন ট্রফি

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। নীলফামারীর সৈয়দপুর উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। তাদের অনেকেই শিক্ষাজীবন শেষে কর্মজীবনে আলো ছড়িয়েছেন৷ কৃত্তি শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এমনই একদল প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এবার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সৈয়দপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম। কর্মজীবনের শতো ব্যস্ততা ভুলে এদিন তারা যেনো সকলে স্মৃতিকাতর হয়ে উঠে। হারানো দিনের পুরনো বন্ধুর দেখা পেয়ে কেউ কেউ তো আবেগ আপ্লূত হয়ে পড়ে। এ যেনো খেলার আয়োজন নয়, বরং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিবছর বেশ ঘটা করে ক্রিকেট  টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এবারও অনেকটা জমকালোভাবে 'চ্যাম্পিয়ন ট্রফি ২০২১' অনুষ্ঠিত হলো। টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান।

'ফিরে চল প্রানের টানে' প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ নির্বাচিত হয় ব্রাদার্স অ্যাসোসিয়েশন। টানটান উত্তেজনাকর ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তুলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ব্যাট হাতে একাই ১১২ রান করেন শামস। জবাবে ব্যাট করতে নেমে পুরো ১২ ওভার খেলে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ব্রাদার্স অ্যাসোসিয়েশন। ১০৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শামস। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরষ্কার পান রানার্সআপ দলের মামুন।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  লে. কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সামিউর রহমান সামু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক শাবাহাত আলী সাব্বু, রিইউনিয়ন কমিটির সাবেক আহবায়ক ডাঃ কামরুল হাসান সোহেল প্রমুখ।