চুয়াডাঙ্গায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গা সদরে পাওয়ারট্রিলার চাপায় রিজভি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিজভি (৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকেষ্টপুর গ্রামে মসজিদপাড়ার ওসমান গনির ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে রিজভি রাস্তার পাশে খেলতে খেলতে রাস্তার উপর চলে যায়। এ সময় দ্রুতগতিতে আসা একটি পাওয়ারট্রিলার তাকে ধাক্কা দেয়। এতে সে রক্তাক্ত জখল হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিল আস সালাম তাকে মৃত ঘোষণা করেন।