Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ফরিদপুরে জেলা যুবদলের কর্মী সভায় বক্তাগণ-

‘শহীদ জিয়ার খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ’ ফরিদপুর

‘শহীদ জিয়ার খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ’

ফরিদপুর জেলা যুবদলের এক কর্মী সভায় বক্তাগণ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গণে স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এরপর সেক্টর কমান্ডার হিসেবে তিনি সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। এই মহান বীর মুক্তিযোদ্ধার ‘বীর উত্তম’ রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ। 

শুক্রবার বিকেলে শহরের ২ নং হাবেলী গোপালপুরের রেল কলোনী প্রাঙ্গণে অনুষ্ঠিত ফরিদপুর জেলা যুবদলের কর্মী সভায় বক্তাগণ একথা বলেন। 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। এছাড়া কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ মিলন, সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ ও মো. সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন দিপু ও আরিফুজ্জামান মোল্যা বক্তব্য রাখেন সভায়।

এরআগে দুপুরে কোর্ট চত্বরে ফরিদপুর জেলা বারের ৩য় তলায় মহানগর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু সহ অন্যরা।