Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

দেশের উন্নয়নে বর্তমান সরকার যা করছে অতীতে কোন সরকার তা করে নাই : পানি সম্পদ উপ-মন্ত্রী মাগুরা

দেশের উন্নয়নে বর্তমান সরকার যা করছে অতীতে কোন সরকার তা করে নাই : পানি সম্পদ উপ-মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ. কে. এম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার দেশে সকল ক্ষেত্রে যে উন্নয়ন সাধন করেছে অতীতে তা কোন সরকার করেনি। 

তিনি মঙ্গলবার দুপুরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় গড়াইনদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এক সমাবেশে আরো বলেন চলতি অর্থ বছরে সরকার শ্রীপুর উপজেলায় গড়াই নদী ভাঙ্গন রোধে ৮১৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্ধ করেছে। লাঙ্গনবাঁধ, কালীনগর, চড়চৌগাছি, টিকারবিলা, মহেশপুর, ঘোশিয়াল, দুরাননগর ও ওয়াপদা এলাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত মোট ৪৭ কিলোমিটার গড়াই নদীর ভাঙন এলাকায় নদী ভাঙ্গনরোধে এসব বাঁধ নির্মান করা হবে। 

তিনি বলেন, বর্তমান সরকার নদী ভাঙন প্রতিরোধে সকল ব্যাবস্থা গ্রহন করেছে, অবিলম্বে এসব কাজ শুরু করা হবে। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন ও স্থানীয় জন প্রতিনিধিগন এসময় উপ-মন্ত্রীর সাথে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।