Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

কালকিনিতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ মাদারীপুর

কালকিনিতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ইজিবাইক আটকের প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে করেছে ইজিবাইক ও ভ্যান শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার মজিদবাড়ি(ভুরঘাটা) বাসস্টান্ডে এ কর্মসুচি পালন করা হয়।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির শাখা রাস্তার মজিদবাড়ি(ভুরঘাটা) বাসস্টান্ড থেকে সাকিল সরদার, করিম সরদার ও আবদুর রহমান নামে তিন জনের ইজিবাইক আটক করে জেলা হাইওয়ে ফারির পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শতাধিক বিভিন্ন শ্রমিকরা মিলে বিক্ষোভ সমাবেশ করেছে।

উপজেলা ইজিবাইক সমবায় সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব মহাসড়ক দিয়ে ইজিবাইক বা ভ্যান চললে তা প্রতিরোধ করা। কিন্তু তারা তা না করে মহাসড়ক বাদ দিয়ে বিভিন্ন শাখা রাস্তার ইজিবাইক ভ্যান আটক করছে। এ ছাড়া আমাদের শ্রমিকদের বিভিন্নভাবে তারা হয়রানি করছে। তাই আমরা এর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছি।

এ ব্যাপারে জেলা হাইওয়ে ফারির টিআই আবদুল্লাহ বলেন, মহাসড়কে ইজিবাইক চলা নিষেধ থাকা সত্বেও তারা চালাচ্ছে। তাই আমরা চালাতে বাধা দিছি।