Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

নালিশ দিতে গিয়ে হলেন লাশ! কুমিল্লা

নালিশ দিতে গিয়ে হলেন লাশ!

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোটরসাইকেল চালানো নিয়ে নালিশ দিতে গিয়ে প্রতিপক্ষের মারধরে মারা গেছেন মো. ফরিদ মিয়া নামের এক ব্যক্তি।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

সূত্র জানায়, চান্দিনার এতবারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে কলেজ ছাত্র হাবিব উল্লাহ গত কয়েক দিন ধরে এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার সকালে মো. ফরিদ মিয়া ওই কলেজ ছাত্রের বাবা রুহুল আমিনের নিকট এ বিষয়ে নালিশ জানাতে গেলে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের মারধরে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।