Opu Hasnat

আজ ৪ অক্টোবর বুধবার ২০২৩,

হুমায়ুন ফরিদীহীন ৯টি বছর বিনোদন

হুমায়ুন ফরিদীহীন ৯টি বছর

তুমুল জনপ্রিয় কিংবদন্তি বাংলাদেশি অভিনেতা হুমায়ুন ফরিদী। আশির দশকের মাঝের দিকে চলচ্চিত্রে পা রাখেন হুমায়ুন ফরিদী। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে ছিল তার বিচরণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য বাংলা সিনেমায় খল চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ অভিনেতা। ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘কান কাটা রমজান’ চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। হুমায়ুন ফরিদী আজও আছেন ভক্তদের হৃদয়ে, তার কাজের মাধ্যমে।

হুমায়ুন ফরিদীকে হারানো ৯ বছর আজ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় অভিনেতাকে স্মরণ করছেন তার ভক্তরা। গুণী এ অভিনেতাকে নিয়ে বিভিন্ন আয়োজন করেছে একাধিক সাংস্কৃতিক সংগঠন।

এই বিভাগের অন্যান্য খবর