Opu Hasnat

আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার ২০২১,

১৫ ফেব্রুয়ারি দিয়া মির্জার বিয়ে বিনোদন

১৫ ফেব্রুয়ারি দিয়া মির্জার বিয়ে

এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু গত বছর আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।

যদিও আমাদের চলার পথ আলাদা হয়ে গেছে, তবে আমাদের মধ্যে যে বন্ধন ছিল তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবার, বন্ধু, মিডিয়াকে তাদের ভালোবাসা, সহযোগিতা ও বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রাইভেসির বিষয়টি বোঝার জন্য সবাইকে অনুরোধ করছি। এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’

‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া মির্জা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।