Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

রক্তে ভরা একুশ // পারভেজ আলী শিল্প ও সাহিত্য

রক্তে ভরা একুশ // পারভেজ আলী

‘৫২ -তে তাজা রক্ত ঢেলে দিয়ে 
যারা এনে দিলো মায়ের ভাষা,
দেশের মাটিতে বিকৃত করছে-
 ওরা শিক্ষিত জ্ঞানী ভদ্র চাষা!

সালাম বরকত রফিক জব্বর
মায়ের ভাষা করেছিলো দাবি, 
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 
ওরা দিয়েছিল বাংলা’র চাবি! 

জনতার ঢলে গর্জে উঠেছিলো
রাষ্ট্র ভাষা ‘বাংলা’ চাই এ দেশে,
পাক জিন্নাহ ‘না’ করে দিয়েও
চাপে পড়ে মেনে নিলো শেষে!

১৪৪’ ধারা ভঙ্গের পরও ওরা
চালিয়ে ছিলো বুলেট- গুলি,
ছত্রভঙ্গ করেও ওরা পারিনি 
কেড়ে নিতে মায়ের শত বুলি!

ছাত্র জনতার ভীড়ে ও ওরা
ছুঁড়ে-ছিলো শত গুলি  বুকে,
বীর শামসুজ্জোহা বাঁধা দিতে 
গিয়ে পড়েছিলো মৃত্যুর মুখে!

মায়ের ভাষা -এ বাংলা ভাষা
শত কষ্টে অর্জিত মোদের গর্ব,
রাজপথে রঙ্গিত রক্ত দিয়েও-
দিন দিন হচ্ছে এই ভাষার খর্ব!

সংগ্রাম শেষে বাংলা ভাষা'র 
বিশ্ব জুড়ে পেলাম এ স্বীকৃতি, 
তবুও আজ বাংলার মাটিতে 
মায়ের ভাষা’র হচ্ছে বিকৃতি!!