Opu Hasnat

আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার ২০২১,

ফুটবল ফেস্টিভ্যালে কুমিল্লা খেলাধুলাকুমিল্লা

ফুটবল ফেস্টিভ্যালে কুমিল্লা

বন্দর নগরী নারায়নগঞ্জের পর এবার গ্রাসরুট ফুটবল ফেস্টিভ্যালে মাতলো কুমিল্লা। বাফুফে-ডিএফএ’র যৌথ আয়োজনে জেলার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনব্যাপী হয়েছে ক্ষুদে ফুটবলারদের এই মিলনমেলা।

বৃহস্পতিবার প্রায় সাড়ে ৩ শত শিশু-কিশোর অংশ এই ভেস্টিভালে নিয়েছে। প্রতি মাসে একটি বা দুটি জেলায় এই ফেস্টিভ্যাল আয়োজন করবে বাফুফে।

এ বছর ১৭টি জেলায় এই ভেস্টিভ্যাল সম্পন্ন করার লক্ষ্য বাফুফের। বাকি জেলাগুলোয় হবে পরের ২ বছরে।

কুমিল্লার এই গ্রাসরুট ফেস্টিভালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি আরফানুল হক রিফাত, সাধারণ সম্পাদক মো. বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল এহসান ফারুক রুমেন, বাফুফের কোচ জাহান ই আলম নুরী রাহেল এবং কুমিল্লা ডিএফএ কর্মকর্তারা।