Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে ভুমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মধ্যে বাসগৃহ হস্তান্তর মুন্সিগঞ্জ

ছাতকে ভুমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মধ্যে বাসগৃহ হস্তান্তর

সুনামগঞ্জের ছাতকে সারাদেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মধ্যে জমি ও বাস গৃহ প্রদান অনুষ্ঠান ভার্চুয়ালী শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে গৃহহীনদের মধ্যে বাসগৃহের চাবি ও দলিল প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান খান, সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, আমার বাড়ী আমার খামার প্রকপ্লের উপজেলা সমন্বয়ক জুলকার নাইন, উপজেলা উপ সহকারী প্রকৌশলী রজত কান্তি দাশ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী ও বাবা লোকনাথ আশ্রমের সভাপতি অরুন অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপকারভোগী ১০টি পরিবারের লোকজন।