Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার পিঠা উৎসব মিডিয়া

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার পিঠা উৎসব

শীতের সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার পিঠা উৎসব, সেইসঙ্গে ছিল জনপ্রিয় ‘রাজা মামার’ হরেক রকমের চা। মালাই, কাশ্মিরি, তেঁতুল চা ও রাজা মামার স্পেশাল চা। শৈত প্রবাহের কারণে শুক্রবার কুয়াশায় আচ্ছন্ন থাকে সকাল। এই শীতের সকালেই আয়োজিত পিঠা উৎসবে গরম গরম পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি ধোঁয়া ওঠা বাহারি স্বাদের চাও অনুষ্ঠানে ভিন্নতা আনে। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে এ উৎসব।  আনন্দঘন এই উৎসবে ঢাকায় সাংবাদিকতা পেশায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিলন মেলা বসে। উৎসবে মেতে ওঠে সাংবাদিকসহ পরিবারের সদস্যরাও। 

ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মোতাসিম বিল্লাহ। পরে উৎসবে অংশগ্রহণ করেন জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, পিআইবির উর্ধ্বতন কর্মকর্তা শেখ মজলিশ ফোয়াদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল, ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, আয়োজক সংগঠনের জেষ্ঠ্য সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহ সভাপতি শামীমুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ সদস্য জুবায়ের রহমান চৌধুরী প্রমুখ।