Opu Hasnat

আজ ২ মার্চ মঙ্গলবার ২০২১,

ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে ইউএনও-র প্রেস ব্রিফিং ফরিদপুর

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে ইউএনও-র প্রেস ব্রিফিং

ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপস্থিত সাংবাদিকদের জানান, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন। ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে সংশ্লিষ্ট   ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে জমি ও গৃহ এবং কবুলিয়ত প্রদান করা হবে। 

অন্যান্য স্থানের মত ফরিদপুরের বোয়ালমারীতেও ওই দিন উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত ৯২ টি ঘর ও ঘরের কবুলিয়ত বরাদ্দকৃত পরিবারগুলোর কাছে হহস্তান্তর করা হবে। বিদ্যুৎ সংযোগসহ দুই কক্ষ বিশিষ্ট ঘর, বাথরুম, কিচেন, বারান্দাসহ প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা। এছাড়া পরবর্তীতে নতুন ১০০ ভূমিহীন গৃহহীনকে পরিবারকে ঘর প্রদান করা হবে।

এই বিভাগের অন্যান্য খবর