Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বাগেরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন বাগেরহাট

বাগেরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপন উদ্বোধন করা হয়েছে। সকালে ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে ট্রেতে উৎপাদিত হাইব্রীড জাতের বোরো চারা রোপনের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাট কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্চয় কুমার দাশ, আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, বেতাগা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ প্রমুখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিি সহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। 

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ৫০ একর বøক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রীড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য জন্য ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে রোপন করা হবে। 

এই বিভাগের অন্যান্য খবর