Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

রাজবাড়ীতে ৩ টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী

রাজবাড়ীতে ৩ টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকার জেলা কারাগার সংলগ্ন জে বি আই, এনআই বি ও এস বি বি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যদের ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ৩ টি ইটভাটার বৈধতা না থাকায় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় ইটভাটা মালিক আফসার আলী সরদার বলেন, এখানে আমরা দীর্র্ঘ্যদিন ভাটা পরিচালনা করে আসছি। এই ভাটার সাথে জরিত রয়েছে এলাকার শত শত দরিদ্র পরিবার। ভাটা ভেঙ্গে গুরিয়ে দেওয়ার কারনে এই শ্রমিকেরা কর্মহীন হয়ে পরবে। 

পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ  বলেন, রাজবাড়ীতে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা আছে যা এতদিন প্রশাসনের চোখ ফাকি দিয়ে কার্যক্রম করে আসছিলো। পরিবেশের ভারসাম্য রক্ষা এই অভিযান চলমান থাকবে। যে ইটভাটাগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে তার কোন বৈধতা, কাগজপত্র বা ছাড়পত্র নেই। একেবারে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের সাথে ও বসতী এলাকায় এই ভাটাগুলো গড়ে উঠেছিলো। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ ও র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।