Opu Hasnat

আজ ২ মার্চ মঙ্গলবার ২০২১,

ব্রেকিং নিউজ

বশেমুরবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার পেলেন মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার পেলেন মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড

শিক্ষা ও প্রকাশনায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষরস্বরূপ ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার ফারজানা ইসলাম। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এ বছর তার হাতে এই বিশেষ সম্মাননা পদক অর্পন করা হয়েছে। 

বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। জানা যায়, ‘দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট, ২০০৬’ এবং ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৬’- এ বই দু’টির উপর ভিত্তি করে তাকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। 

অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত ফারজানা ইসলাম ‘টাইমটাচনিউজ ডটকম’কে জানান, ‘প্রতিটা পুরস্কার বা সম্মননাই অত্যন্ত গর্বের ও আনন্দের। এতদসত্ত্বেও, বিশ্বের একজন আলোকবর্তিকার বাহক সমতুল্য ও মহীয়সী নারীর নামের এই অ্যাওয়ার্ড গ্রহণ করে খুবই ভালো লাগছে এবং নিজেকে গর্বিত মনে করছি। এই অ্যাওয়ার্ড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবেদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান গোলাম কাদের। 

এই বিভাগের অন্যান্য খবর