Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শেখ হাসিনা যাকে নৌকা দিবে সে দলীয় প্রার্থী বাগেরহাট

শেখ হাসিনা যাকে নৌকা দিবে সে দলীয় প্রার্থী

স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে সেই হবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী। প্রধনমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামের প্রতিটি মানুষ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সুফল ভোগ করছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

শুক্রবার বিকেলে উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলায় বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে গ্রুপিং সৃষ্টি করে পরিবেশ নষ্ট করা যাবে না। অন্যের জমিতে জোরপূর্বক ঘের করা যাবেনা। জমি যার ঘের তার। 

মরহুম সাবেক ইউপি সদস্য মোশররফ হোসেন এর সহধর্মীনি বিউটি  মোশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মৃধা, সাবেক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মৃধা, ইউনিয়ন  আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মাসুম, যুবলীগ নেতা খান মিজানুর রহমান, হাসিবুর রহমান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর নামে আওয়ামীলীগ নেতা তপন মন্ডল কর্তৃক দানকৃত ৭ শতক জমির উপর বিশ্রামাগার নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যের পাশেই হবে এ বিশ্রামাগার। 

এই বিভাগের অন্যান্য খবর