পাইকগাছায় গর্ভবতী গাভী জবাই, মাংস জব্দ! খুলনা / 
পাইকগাছার চাঁদখালী বাজারে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রিকালে স্থানীয় তরুন সংঘের সদস্যদের হাতে ধরা পড়েছে। হাতে পায়ে ধরে রক্ষা, এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার চাদখালী বাজারে ৭/১২/২০ তারিখ সকালে কসাই কালুয়ার ডাঙ্গা গ্রামের রেয়াজউদ্দিনের ছেলে মিজানুর রহমান ঢালী, চাদখালী গ্রামের ইনছান আলীর ছেলে সাইদুল ইসলাম ও পার্শ্ববর্তী কয়রা উপজেলার আমাদী গ্ৰামের জয়নাল গাজীর ছেলে রফিকুল ইসলাম গর্ভবতী গাভী জবাই করে। সেই গরুর পেটে একটি বাছুর হয়। বাছুরটি তারা গোপন করার চেষ্টা কালে স্থানীয় তরুণ সংঘের সদস্যরা জানতে পারলে তারা কসাইদের আটক করে। আটকের আগেই অর্ধেক মাংশ বিক্রি হয়ে যায়। মাংস ক্লাবের ছেলেরা ক্রেচিন দিয়ে মরা বাছুর সহ চরের ভেতর পুতে ফেলে। কসাইরা হাতে পায়ে ধরে ছাড়া পায়।
এ বিষয়ে কসাই রফিকুল জানান, নিউজ করবেন না, আমাদের অন্যান্য পার্টনারদের সাথে যোগাযোগ করে আপনাকে জানানো হবে।
এ ব্যাপারে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল জানান বিষয়টি শুনেছি, সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।