মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন বাগেরহাট / 
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল আলম হাওলাদারের পুত্র মোঃ আনিসুল ইসলাম সুজনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের পুত্র মোঃ গোলাম আহাদকে সদস্য সচীব করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে জেলার সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি অনুমোদনের জন্য প্রেরণ করার জন্য বলা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিব মো. শফিকুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।