দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৯টি স্বর্ণের বার জব্দ চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে এই স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক মাহাম্মদ খালেকুজ্জামান পিএসসি মঙ্গলবার রাত ৯টার দিকে প্রেসবিজ্ঞতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তিনি জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিতিত্বে তার নেতৃত্বে উপজেলার ফুলবাড়ী বিওপির বিশেষ টহল দল সুবেদার শহিদুর রহমান ও নায়েব সুবেদার আঙ্গুর ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ নামক স্থানের একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ০৯ টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। জব্দকৃত স্বণের আনুমানিক মূল্য সত্তর লক্ষ বিশ হাজার টাকা।