Opu Hasnat

আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪,

পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ খুলনা

পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে দু'টি মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন সিনিয়র জেলা রিটার্নিং অফিসার এম. মাহজারুল ইসলাম। 

নির্বাচনে মেয়র পদে আ'লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর কে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কে কান্তে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউনন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউনন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিন কে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  আনোয়ার ইকবাল মন্টু,  উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ। 

উল্লেখ্য, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার জানান।  নির্বাচনে মোট ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। যারমধ্যে ১ নং ওয়ার্ডের কাউনন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন অফিসার।