নড়াইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে এসএম সুলতান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন খেলাধুলা /  নড়াইল / 
মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএম সুলতান ক্রিকেট একাদশ ৭রানে চ্যাম্পিয়ান হয়েছে। অপরদিকে রানার্সআপ হয়েছে বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে নগদ ৩ লাখ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দলকে নগদ ২ লাখ টাকা ও রানার্সআপ ট্রফি দেয়া হয়।
এ টুর্ণামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এস এম সুলতান একাদশ, চারণকবি বিজয় সরকার একাদশ এবং জারিশিল্পী মোসলেম উদ্দিন একাদশ অংশগ্রহন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।