Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী সোমবার ২০২১,

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় নড়াইল

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে নড়াইল সদর উপজেলা পরিষদ’র মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু। 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিএম সুলতান মাহমুদ এর সঞ্চলনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, এসি ল্যান্ড কৃষ্ণা রায়, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, মহিলা ভাইসচেয়ারম্যান ইসমত আরা প্রমুখ।   

মতবিনিময় সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।