Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে পথ পাঠাগারের পাঠ্য বই বিতরণ নেত্রকোনা

দুর্গাপুরে পথ পাঠাগারের পাঠ্য বই বিতরণ

‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘‘পথ পাঠাগার’’ নামীয় এক সামাজিক সংগঠনের উদ্দোগে দুর্গাপুর সদর ইউনিয়নের আদিবাসী এলাকা বিজয়পুর গ্রামে সুবিধা বঞ্চিত ৩০জন শিশুদের মাঝে পাঠ্যবই বিতরণ করেছে। শনিবার বিকেলে এ পাঠ্যবই বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ স্থানীয় গন্যমান্য বক্তিগন উপস্থিত ছিলেন।

নাজমুল হুদা সারোয়ার বলেন, পথ পাঠাগারের মাধ্যমে ইতোমধ্যে পাঠের অভ্যাগ গড়ে তোলার লক্ষে দুর্গাপুর, ধোবাউড়া ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি পথ পাঠাগার স্থাপন করা হয়েছে। বিভিন্ন এলাকায় অনগ্রসর জাতি গোষ্ঠীকে বিনামুল্যে বই বিতরণ সহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিন ব্যপি ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়েছে। পথ পাঠাগারের নানাবিধ কার্যক্রমে সকলকে সহায়তা করতে আহবান জানান।